প্রকাশিত: Wed, Mar 29, 2023 8:02 AM আপডেট: Mon, Jan 26, 2026 3:27 PM
মূলধারার সংস্কৃতিতে যখন দুর্ভিক্ষ লেগেছে, তখন আপনারা কী করছেন?
আনিস আলমগীর: হিরো আলম প্রসঙ্গে সাংস্কৃতিক ব্যক্তিত্ব, অভিনেতা এবং নাট্যকার মামুনুর রশীদ যখন বলেন, ‘আমরা একটা রুচির দুর্ভিক্ষের মধ্যে পড়ে গেছি’ তখন তার এই বক্তব্যের পক্ষ-বিপক্ষ তৈরি হলেও, আমি মনে করি তিনি বেঠিক বলেননি। কিন্তু হিরো আলমের সংস্কৃতি আমাকে আতঙ্কিত করে না কারণ তার কর্মকাণ্ড ইন্টারনেট ভিত্তিক, যেখানে আমাদের প্রত্যেকের ওই সংস্কৃতি দেখা না দেখার অধিকার রয়ে যায়। আমরা দেখছি একান্তভাবে। আমার রুচি হয় না হিরো আলমের সাংস্কৃতিক কর্মকাণ্ড ইউটিউবে বা ফেইসবুকে দেখার। আবার যারা দেখছেন সেটা তাদের নিজস্ব ব্যাপার, সে ক্ষেত্রে আমার মাথা ব্যাথা নেই। খারাপ চোখে দেখি না হিরো আলমকেও।
আমি প্রশ্ন রাখতে চাই, মামুনুর রশীদদের-মূলধারার সংস্কৃতিতে যখন দুর্ভিক্ষ লেগেছে তখন আপনারা কী করছেন? আপনাদের এক নাট্যকার বছরের পর বছর ‘ব্যাচেলর পয়েন্ট’ নামে একটা নাটক বানিয়ে সমাজে নিকৃষ্ট সংস্কৃতির বিস্তার, অশ্লীলতা, অসভ্যতার প্রচার করছে জাতীয় টেলিভিশনে। আপনারা সেগুলো দেখেন না? হিরো আলমের সাংস্কৃতিক রুচি নিয়ে প্রশ্ন তোলার আগে, আপনাদের তো উচিত ব্যাচেলর পয়েন্ট নামের নাটকের অভিনেতা নাট্যকার সবাইকে সমাজে একঘরে করা। ঠিক না হলে সামাজিক অনুষ্ঠানে ওদের জুতাপেটা করতে বলা। সেই কাজটা আগে করেন। লেখক: সিনিয়র সাংবাদিক।
আরও সংবাদ
চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে
‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!
কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!
সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি
ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট
মতিউর প্রতিদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ৮৩ ব্যাচের বন্ধুদের গ্রুপে সৎ জীবন যাপনের উপদেশ দিতেন!
চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে
‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!
কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!
সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি
ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট